ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোহেল সভাপতি, মিলটন সম্পাদক

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নির্বাচন

বগুড়া: বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আইনুল হক সোহেল সভাপতি ও আজিজার রহমান মিলটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সদস্য প্রদীপ কুমার রায় ও অ্যাডভোকেট  রুবেল ইসলাম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

 

নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে, বুধবার শহরের বিসিক এলাকায় ‘বিসিক শিল্প মালিক সমিতির’ কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭৭ জন ভোটারের মধ্যে ৬৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণণা শেষে সভাপতি পদে গুঞ্জন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’র স্বত্বাধিকারী আইনুল হক সোহেল টিউবওয়েল প্রতীক নিয়ে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ‘হ্যান্টো কেমিক্যাল অ্যান্ড ক্যাস্টো এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী শাকিলা আকতার কড়াই প্রতীক নিয়ে পেয়েছেন ৬ ভোট।

সর্বমোট ৩০ পদের মধ্যে ১৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মিলটন মেটাল ওয়ার্কাস’র স্বত্বাধিকারী আজিজার রহমান মিলটনও রয়েছেন।

বুধবার কেবলমাত্র সভাপতি ও কার্যনির্বাহী সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।   

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন-গৌর গোপাল কুন্ডু, নাহিদ হাসান, আলিনুর ইসলাম, এমদাদ হোসেন, সাইদুর রহমান, আইয়বুর রহমান, আব্দুল আলীম আলী, তাজমিলুর রহমান তপু, আব্দুস সোবাহান, মোস্তফা আলীমুর রাজীব, শফিকুল ইসলাম, হাসান আলী আলাল, অ্যাডভোকেট এমদাদুল হক ও মোস্তাক আহমেদ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আব্দুল মালেক, হুমায়ন ইসলাম তুহিন, সাজ্জাদুর রহমান বিপু, সাধারণ সম্পাদক আজিজার রহমান মিলটন, সহ-সাধারণ সম্পাদক সউদুল ইসলাম সউদ, সাব্বির হোসেন, মুজিবুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম লাবলু, সাংস্কৃতি ও ধর্ম সম্পাদক এস.এম. নুরুল আলম, প্রচার সম্পাদক রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক আব্দুল জলিল ভুইয়া এবং শিল্প বিষয়ক সম্পাদক আবু তালহা মোস্তাকিন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. সবেদ আলী এবং সদস্য হিসেবে ছিলেন প্রদীপ কুমার রায় ও অ্যাডভোকেট রুবেল ইসলাম।

বাংলাদেশ সময় : ২২১২  ঘণ্টা,  ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।