ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর কমিশনার বোরহান উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
কর কমিশনার বোরহান উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

ঢাকা: গাজীপুরের সাবেক কর কমিশনার ও বর্তমান কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য এ কে বোরহান উদ্দিনের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
 
উচ্চ আদালতে রিট দায়ের করায় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।


 
নতুন পদে (কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য) আসার আগে তিনি গাজীপুরের কর কমিশনার ছিলেন।
 
সূত্র জানায়, গত ১০ নভেম্বর সোমবার কোন কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বোরহান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা-২ (কর) এক প্রজ্ঞাপনে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
 
প্রজ্ঞাপনে, অদক্ষতা, অসদাচারণ ও অকর্মকর্তাসুলভ আচরণের জন্য সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় তাকে।
 
সূত্র আরো জানায়, কারণ দর্শানো ছাড়াই বহিষ্কার করায় বোরহান উদ্দিন উচ্চ আদালতে রিট করেন। পরে ব্যক্তিগত শুনানি ও লিখিত বক্তব্য তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
সন্তোষজনক জবাবের প্রেক্ষিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. গোলাম হোসেন সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন।
 
বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন এ কে বোরহান উদ্দিন।
 
বোরহান উদ্দিন বিসিএস (কর) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আওতায় ওয়াশিংটন ডিসিতে ইকোনমিক মিনিস্টার পদে আবেদন করেন তিনি।
 
২২ প্রার্থীর মধ্যে বোরহান উদ্দিন একমাত্র মুক্তিযোদ্ধা হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করে তাকে মৌখিক পরীক্ষায় তাকে ডাকা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষিত হওয়ায় ইআরডি’র অনুমতি ছাড়াই তিনি উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন।
 
এরই প্রেক্ষিতে ইআরডি আইআরডিকে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
 
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।