ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেতন স্কেল প্রত্যাখ্যান শিক্ষক সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
বেতন স্কেল প্রত্যাখ্যান শিক্ষক সমিতির

ঢাকা: জাতীয় বেতন স্কেল প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পাঁচদফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।



এতে লিখিত বক্তব্য পাঠ করেন- সংগঠনের সাংগঠনিক সম্পাদক এ কে এম জাহাঙ্গীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পে কমিশন ঘোষিত জাতীয় বেতন স্কেল ২০ ধাপ থেকে কমিয়ে ১৬ ধাপে উন্নীত করতে হবে।

তিনি বলেন, প্রথম ধাপ থেকে শেষ ধাপের বেতনের অনুপাত ১:৫ করতে হবে।

একই সঙ্গে সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হওয়ার আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ কে এম জাহাঙ্গীর হোসেন নতুন কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আগামী বছরের ১ জানুয়ারি কালোব্যাজ ধারণ, ২ থেকে ৭ জানুয়ারি গণস্বাক্ষর সংগ্রহ, ৮ জানুয়ারি উপজেলা পর্যায়ে মানববন্ধন, ১৫ জানুয়ারি জেলা পর্যায়ে মানববন্ধন, ২৫ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে মানববন্ধন কর্মসূচি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।