ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফ্ল্যাট বুকিং দিলেই ১৩ লাখ টাকা ছাড়

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
ফ্ল্যাট বুকিং দিলেই ১৩ লাখ টাকা ছাড়

ঢাকা: মাল্টিপ্ল্যান বিল্ডার্স লিমিটেডের ১২৬০ বর্গ ফুটের একটি ফ্ল্যাটের রেগুলার মূল্য ৬৩ লাখ টাকা। কিন্তু মেলা উপলক্ষে ফ্ল্যাটটি পাওয়া যাচ্ছে মাত্র ৫০ লাখ টাকায়।



বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলায় এ বিশেষ অফার দিচ্ছে কোম্পানিটি।

মেলা উপলক্ষে শুরু হওয়া ১৩ লাখ টাকা বিশেষ ছাড় চলবে ডিসেম্বর মাস পর্যন্ত।

১২৬০ বর্গফুটের ফ্ল্যাটে থাকছে তিনটি বেড, তিনটি বাথ ও দু’টি বারান্দা। এছাড়া, লিভিং, ডাইনিং, কিচেনসহ থাকছে প্রভিশন ফর দ্যা ওয়াল ক্যাবিনেট। ফ্ল্যাটের অবস্থান মিরপুর সনি সিনেমা হল সংলগ্ন।

ফ্ল্যাটগুলো কুশিয়ারা অ্যাপার্টমেন্টের অংশ বিশেষ। রেডক্রিসেন্ট সোসাইটি ও মাল্টিপ্ল্যান লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে কুশিয়ারা অ্যাপার্টমেন্ট। এতে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে শিশুদের খেলার মাঠ, মসজিদ, জিমনেসিয়াম ও উন্নত স্বাস্থ্য সেবা। এর কাছেই অবস্থিত মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল।

এছাড়া, মেলা উপলক্ষে পারটেক্স বিল্ডারর্স লিমিটেডও বিশেষ সুবিধা দিচ্ছে। মাসিক ২০ হাজার টাকার কিস্তিতে খিলক্ষেতে কিনতে পারবেন ফ্ল্যাট। ১১১০ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬ লাখ টাকা।

তিন লাখ টাকা অগ্রিম বুকিং দিয়ে প্রতিমাসে ২০ হাজার টাকা কিস্তি দিতে হবে এই ফ্ল্যাট। এছাড়া, প্রতি বছর শেষে তিন লাখ টাকা পরিশোধ করে সাড়ে চার বছরের মধ্যে সব টাকা দিয়ে ফ্ল্যাটের মালিকানা পাওয়া যাবে। পারটেক্স প্যাসিফিক প্যালেস খিলক্ষেত প্রধান সড়কের পাশে অবস্থিত। এটি ১৩ তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট।

পারটেক্স বিল্ডার্সের কাস্টমার অফিসার এস এম শামসুল কবির বাংলানিউজকে বলেন, প্রতি মাসে ২০ হাজার টাকা কিস্তিতে খিলক্ষেতে  একটি ফ্ল্যাটের মালিক হওয়া যাবে। তবে এর সঙ্গে অগ্রিম তিন লাখ টাকা জমাসহ প্রতিবছর তিন লাখ টাকা পরিশোধ করতে হবে। যাতে সাড়ে চার বছরের মধ্যে সব টাকা পরিশোধ করা যায়।

মেলাতে ডোম-ইনো বিল্ডার্সের  স্টল রয়েছে। এখানে ৫০ লাখ টাকা বুকিং দিয়ে ৬০০ বর্গফুটের ফ্ল্যাট বুঝে পাচ্ছেন ক্রেতারা। এছাড়া ৫০ লাখ টাকা থেকে ১০ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বুকিং দেওয়া যাচ্ছে এই স্টলে।

এবার মেলায় অংশ নিয়েছে ১৪৬টি কোম্পানি। যেখানে রয়েছে ১৫০টি স্টল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পাশাপাশি উপখাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও রয়েছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় একবার প্রবেশের জন্য ৫০ টাকা ও একাধিকবার প্রবেশের জন্য ১০০ টাকা মূল্যের টিকিট কাটতে হবে দর্শনার্থীদের। বুধবার শুরু হওয়া এ মেলা শেষ হবে রোববার।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।