ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মালয়েশিয়ায় রফতানি বাড়াতে বাণিজ্য ফোরাম হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মালয়েশিয়ায় রফতানি বাড়াতে বাণিজ্য ফোরাম হবে তোফায়েল আহমেদ ও দাতো মোস্তবা মোহাম্মদ

ঢাকা: শুল্কমুক্ত পণ্য প্রবেশ সুবিধা এবং রফতানি বাড়াতে বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ফোরাম তৈরি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও বিনিয়োগমন্ত্রী দাতো মোস্তবা মোহাম্মদের সঙ্গে মতবিনিময়ের পর বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।



বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়ার ১০ জন বড় ব্যবসায়ী এবং বাংলাদেশের বাণিজ্য সংগঠনের ২০ জন নেতার সমন্বয়ে এ ফোরাম গঠন করা হবে। আগামী মার্চে এ ফোরাম গঠন চূড়ান্ত হবে বলেও জানান মন্ত্রী।

ব্যবসা-বাণিজ্য বাড়াতে দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত হবে বলে আশাবাদী মন্ত্রী।  

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় রফতানি বাড়াতে এবং উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য আলোচনা করবে এই ফোরাম।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে মালয়েশিয়ার বাজারে শুল্ক ফ্রি প্রবেশ চাওয়া হবে। এরই মধ্যে ১৯টি আইটেমে শুল্ক ফ্রি দিয়েছে মালয়েশিয়া। কোনো কোনো ট্যারিফ লাইনকে তারা এরই মধ্যে শুল্ক ফ্রি করে দিয়েছে।  

তোফায়েল বলেন, মূলত কী করে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো যায়, সেসব বিষয়ে দাতো মোস্তবা মোহাম্মদের সঙ্গে আলোচনা হয়েছে।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তারা আলোচনা করেছেন, ফ্রি বাণিজ্য চুক্তি করার জন্য। মার্চ মাসে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। গত অর্থবছরে মালয়েশিয়া থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ২ হাজার ৮৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া মালয়েশিয়ার অনেক বিনিয়োগও রয়েছে বাংলাদেশে। যেখানে বাংলাদেশ সে দেশে রফতানি করেছে মাত্র ১শ’ ৩৫ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

রফতানির পরিমান কী করে আরো বাড়ানো যায় সে আলোচনা করা হয়েছে। আর এ লক্ষ্যেই একটি বাণিজ্য ফোরাম গঠন করা হবে।  

মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী দাতো মোস্তবা মোহাম্মদ সাংবাদিকদের বলেন, গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়া গিয়েছিলেন। সেখানে ব্যবসা-বাণিজ্যের প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কূটনৈতিক এবং সরকারি কর্মকর্তাদের ভিসা মুক্ত করেছি।

তিনি জানান, বাংলাদেশ-মালয়েশিয়ান বিজনেস ফোরাম দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে অবদান রাখবে।

মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী দাতো মোস্তবা মোহাম্মদ তিনদিনের সফরে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা এসেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
 
বাংলাদেশ সময় : ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।