ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নজর কেড়েছে রিগ্যালের ফার্নিচার

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নজর কেড়েছে রিগ্যালের ফার্নিচার ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বোর্ডের পর এবার ওক কাঠের ফার্নিচার নিয়ে এলো প্রাণ-আরএফএল-এর ‘রিগ্যাল উডেন ফার্নিচার’। বাণিজ্যমেলার প্রিমিয়াম প্যাভিলিয়ন ৩৫-এর দ্বিতীয় তলায় মনমাতানো ডিজাইনে করা রিগ্যালের ফার্নিচার দেখতে ভিড় করছেন ক্রেতারা।



সুন্দর ও আকর্ষণীয় ফার্নিচারগুলো তৈরি করা হয়েছে ওক কাঠ দিয়ে। ওক কাঠের তৈরি খাট, ওয়ারড্রব, ডাইনিং টেবিল, ইজি চেয়ার, সোফাসেট ও সেন্টার টেবিলসহ ঘর সাজানো নানা ধরনের ফার্নিচার বিভিন্ন ডিজাইনে করা হয়েছে। এসব ফার্নিচার সহজলভ্য ও স্থানান্তরযোগ্য হওয়ায় ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

মেলায় ফার্নিচার কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রিগ্যাল উডেন ফার্নিচারের জনপ্রিয়তার কথা।

রাজধানীর মুগদার বাসিন্দা আখলাক চৌধুরী ও সুলতানা চৌধুরী বাংলানিউজের সঙ্গে আলাপকালে বলেন, বর্তমানে অনেক ব্র্যান্ডেরই ওক কাঠের ফার্নিচার পাওয়া যায়, তবে রিগ্যালের ফার্নিচার মানে ও দামে অন্য ব্র্যান্ডের চেয়ে ভালো। এগুলো দেখতে যেমন সুন্দর, তেমন স্থানান্তরেও সুবিধা।

উদাহরণ টেনে সুলতানা চৌধুরী বলেন, এখানকার ছয়টি চেয়ারসহ ডাইনিং টেবিল দেখতে সুন্দর ও দামেও কম। এ ধরনের ডাইনিং ফার্নিচার বিভিন্ন কোম্পানি বিক্রি করছে ৫০ হাজারেরও বেশি দামে। কিন্তু এখানে মাত্র ২৬ হাজার টাকা!

বিভিন্ন ফার্নিচারের দর-দাম:

ওক কাঠের খাট
রিগ্যালের ফার্নিচারে ‍ওক কাঠ দিয়ে বানানো খাটগুলোর উচ্চতা ৮০০ মিলিমিটার। এর দৈর্ঘ্য ২০৭০ মিলিমিটার থেকে ২২৪০ মিলিমিটার এবং প্রস্থ ১৫৬০ মিলিমিটার থেকে ১৭৪০ মিলিমিটার। এসব খাটের দাম পড়বে ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।

ওক কাঠের ডাইনিং টেবিলে
মাত্র ২৬ হাজার টাকায় কাচ এবং ওক কাঠের সমন্বয়ে পাওয়া যাবে ছয়টি চেয়ারসহ ডাইনিং টেবিল। এসব ডাইনিং টেবিলের উচ্চতা ৭৭০ মিলিমিটার, ৯১৪ থেকে ১০০০ মিলিমিটার প্রস্থ এবং ১৫২৪ থেকে ১৭০০ মিলিমিটার দৈর্ঘ্য।

ইজি চেয়ার
মাত্র সাড়ে ৪ হাজার টাকার স্টিলের ইজিচেয়ার থেকে শুরু করে ১০ হাজার টাকার ওক কাঠের ইজি চেয়ারও পাওয়া যাচ্ছে এখানে।

বোর্ড ও আলমারি
বিভিন্ন সাইজ ও ডিজাইনের সমাহারে তৈরি বোর্ড এবং ওক কাঠের আলমারি ১০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে এখানে।

ওয়ারড্রব
১২২০ মিলিমিটার উচ্চতার ওয়ারড্রবের প্রস্থ ৬০০ মিলিমিটার এবং ৭৮৫ থেকে ১৩০০ মিলিমিটার দৈর্ঘ্যের তৈরি। যেটাতে সাইড ড্রয়ারসহ আছে তিন বা চার ড্রয়ার। এর দামও খুব বেশি নয়।

সোফাসেট
সিঙ্গেল, ডাবল ও ট্রিপল সেটসহ আছে অফিস ও বাসার জন্য সোফাসেট। দাম হাতের নাগালে থাকা এসব সোফাসেটের দৈর্ঘ্য ৪৮০ থেকে শুরু করে ১৮৪০ মিলিমিটার পর্যন্ত। আর প্রস্থ ৬২০ থেকে শুরু করে ১৩৮০ মিলিমিটার এবং উচ্চতা ৬৪০ থেকে ৮১০ মিলিমিটার।

এখানকার কাচ ও কাঠের তৈরি সেন্টার টেবিলগুলোও নজরকাড়া। এছাড়া তিনশো কেজি থেকে শুরু করে দেড় টন পর্যন্ত ভার বহনে সক্ষম আরএফএলের সাপোর্ট হেভি ডিউটি ৠাক ও স্লটেড অ্যাঙ্গেল ৠাক পাওয়া যাচ্ছে রিগ্যাল ফার্নিচারের শোরুমে।

** বাণিজ্যমেলায় এনড্রয়েড টেলিভিশন!

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।