ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না.গঞ্জে নিট পল্লী স্থাপনে বিকেএমইএকে অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
না.গঞ্জে নিট পল্লী স্থাপনে বিকেএমইএকে অনুমোদন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন নদীর মোহনাতে শান্তিরচরে প্রস্তাবিত নিট পল্লী স্থাপনে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (বিকেএমইএ) অনুমোদন দিয়েছে বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

রোববার (১৮ জানুয়ারি) এক ত্রিপক্ষীয় আলোচনা সভায় এ অনুমোদন দেওয়া হয়।



বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক এ তথ্য নিশ্চিত জানান।
 
ওইদিন বিকেল ৩টায় ঢাকার কাওরান বাজারে বাংলাদেশ ডেভলেপার ব্যাংক লিমিটেড (বিডিডিএল) ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ন্ত্রণাধীন বেজা’র কার্যালয়ে বেজা কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিকেএমইএ নেতাদের ত্রিপক্ষীয় সভা হয়।

ভারপ্রাপ্ত সচিব ও বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছিদ্দিকুর রহমান, বন্দর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমিন, উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদা বারী, বিকেএমইএ’র দ্বিতীয় সহ সভাপতি মনসুর আহম্মেদ, সহ- সভাপতি জিএম ফারুক (অর্থ), সাবেক সভাপতি ফজলুল হক, প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সচিব সুলভ চৌধুরী, যুগ্ম সচিব আসাদ উল্লাহ প্রমুখ।
 
সভায় শান্তিরচর নিয়ে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তাবনা তুলে ধরেন বন্দর উপজেলার ভূমি কর্মকর্তা নাহিদা বারী।
 
এ সময় জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা নিট পল্লী স্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, শান্তিরচরটি হচ্ছে শীতলক্ষ্যা, ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনা। এখানে নিট পল্লী স্থাপন করা হলে খুব সহজে সেখান থেকে নিট পণ্য নদীপথে চট্টগ্রাম চলে যেতে পারবে। এতে করে পণ্য যাতায়াত খরচ কমে আসবে। সেই সঙ্গে শীতলক্ষ্যা সেতুর টেন্ডার হয়ে গেছে। মুন্সিগঞ্জের সঙ্গেও ওই স্থানটির সংযোগ সহজ হবে। সব দিক বিবেচনা করে শান্তিরচরে নিট পল্লী স্থাপনের জন্য উত্তম স্থান।
 
পরে বেজা’র নির্বাহী চেয়ারম্যান প্রবন চৌধুরী শান্তিরচরে নিট পল্লী স্থাপনের পাশাপাশি আরও বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বলেন। বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান হাসপাতালে ভর্তি থাকার কারণে তিনি সভায় উপস্থিত হতে পারেননি।

সভায় শান্তিরচর এলাকায় নিট পল্লীর পাশাপাশি ফাইভস্টার হোটেল, শ্রমিকদের আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
 
বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান জানান, শান্তিরচরে নিট পল্লী স্থাপনে বেজা কর্তৃপক্ষ বিকেএমইএকে অনুমতি দিয়েছে।

বাংলাদেশ সময় : ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।