ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ তহবিলে হোলসিম সিমেন্ট ও ডাবরের লভ্যাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
শ্রমিক কল্যাণ তহবিলে হোলসিম সিমেন্ট ও ডাবরের লভ্যাংশ

ঢাকা: হোলসিম সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও এশিয়ান কনজুমার্স কেয়ার(প্রাইভেট) লিমিটেড(ডাবর) শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে তাদের লভ্যাংশের টাকা জমা দিয়েছে।

বুধবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে হোলসিম সিমেন্ট ৬৩ লাখ ৯৬ হাজার ৭২ টাকা এবং এশিয়ান কনজুমার কেয়ারের কর্মকর্তারা ১৭ লাখ ৩২ টাকার চেক জমা দেন।



শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান(যুগ্মসচিব) ফয়জুর রহমান, হোলসিম সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট (এইচআর) সৈয়দ মাসুদুল হাসান, ডাবরের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় কৈলাস মুন্সী এ সময় উপস্থিত ছিলেন।

শ্রম আইন-২০০৬ অনুযায়ী কোম্পানির মোট লভ্যাংশ থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার নিয়ম রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।