ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশি পেট্রো কেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের ইরানে আমন্ত্রণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বাংলাদেশি পেট্রো কেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের ইরানে আমন্ত্রণ

ঢাকা: বাংলাদেশের পেট্রো কেমিক্যাল শিল্প উদ্যোক্তারা ইরানের ডি-৮ সম্মেলনে অংশ নিলে দু’দেশের মধ্যে বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। আর তাই আসন্ন ডি-৮ সম্মেলনে বাংলাদেশের পেট্রো কেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের ইরানে প্রয়োজন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রদূত ড.আব্বাস ভেইজি।



বৃহস্পতিবার শিল্পমন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে এক বৈঠককালে এসব কথা বলেন তিনি। এ সময় বৈঠকে রাষ্ট্রদূত চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। এ সময় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পাশাপাশি ডি-৮ শিল্প সহায়তা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সভার বিষয়ও আলোচনা হয়। ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক বাণিজ্য বাড়াতে এ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়।   

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। সম্মিলিত উদ্যোগে এ সুযোগ কাজে লাগিয়ে সদস্য রাষ্ট্রগুলো লাভবান হতে পারে। তিনি চতুর্থ ডি-৮ শিল্পমন্ত্রী পর্যায়ের সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত ওয়ার্কিং গ্রুপের বিভিন্ন সভায় বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়তার আশ্বাস দেন। এ লক্ষ্যে তিনি ইরানের চেম্বার ও ট্রেড বডির পক্ষ থেকে বাংলাদেশের চেম্বার ও ট্রেড বডির সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিনসহ শিল্প মন্ত্রণালয় এবং ইরান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের উন্নয়ন সহযোগিতামূলক সংস্থা হিসেবে ডি-৮ পরিচিত। বিশ্বের প্রধান প্রধান মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন হিসেবে এটি ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। এর সদস্যভুক্ত ৮টি দেশ বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ১৩ ভাগ এবং সারা বিশ্বের মুসলিম জনসংখ্যার শতকরা ৬০ ভাগের প্রতিনিধিত্ব করে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের সাথে ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্যের পরিমাণ ৫শ‘ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।