ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রিসেন্ট লেদারের পঞ্চম শো রুমের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ক্রিসেন্ট লেদারের পঞ্চম শো রুমের উদ্বোধন

ঢাকা: রাজধানীর বারিধারায় ক্রিসেন্ট লেদারের পঞ্চম শো রুমের উদ্বোধন হয়েছে।
 
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় ক্রিসেন্ট লেদারের এ শো রুমের উদ্বোধন হয়।


 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেডের পরিচালক রেজিয়া বেগম, চেয়ারম্যান এম এ কাদের ও ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম। অনুষ্ঠানের শুরুতে ক্রিসেন্ট লেদার প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হয়।
 
এরপর ক্রিসেন্ট লেদারের চেয়ারম্যান এম এ কাদের বলেন, চামড়া ও মেশিনারিজসহ সবকিছুই তাদের নিজেদের উৎপাদিত পণ্য। গুণগত মান ও ডিজাইনের ক্ষেত্রে ক্রিসেন্ট লেদারের আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে। এসব পণ্য স্বল্প দামে সবার কাছে পৌঁছে দিতেই তাদের পথ চলা।
 
তিনি জানান, শুধু রাজধানী নয় সারা দেশের মানুষের হাতে ক্রিসেন্ট লেদারের পণ্য তুলে দিতেই কাজ করছে প্রতিষ্ঠানটি।
 
অনুষ্ঠানের আয়োজকরা জানান, ২০ হাজার বর্গফুট আয়তনের এ শো রুমে ক্রিসেন্ট লেদারের উৎপাদিত হাতব্যাগ, জুতা, বেল্ট, ল্যাপটপের ব্যাগ, লেদার গাইড, জ্যাকেটসহ বিভিন্ন চামড়ার পণ্য পাওয়া যাবে এ শো রুমে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের কয়েকজন তারকাসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।   অনুষ্ঠান শেষে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।