ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টোনাটুনিতে ম্যাজিক বুক ও সোলার ক্যাপ

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
টোনাটুনিতে ম্যাজিক বুক ও সোলার ক্যাপ ছবি: কাশেম হারুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমাদের দেশে গ্রামবাংলাসহ সর্বত্রই পরিচিত টুনটুনি পাখি। গল্পের বইগুলোতে পুরুষ পাখিকে টোনা আর স্ত্রী পাখিকে টুনি, একসঙ্গে টোনাটুনি বলা হয়।

এরা শিশুদের কাছে খুব জনপ্রিয়। অনেক সময় আমরা বাচ্চাদের টোনাটুনি নামে ডেকেও আনন্দ পাই।

শুক্রবার (২৩ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ) সবগুলো স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। এক্ষেত্রে সোনামনিদের স্টলেও ভিড় কম ছিল না।

‘শিশুরা পড়তে শিখুক, গুণতে শিখুক মনের আনন্দে’ এ দর্শনকে সামনে রেখে ‘টোনাটুনি’ মেলায় এনেছে প্রয়োজনীয় সব উপকরণ।

অানন্দ নিয়ে শিশুরা যাতে পড়তে পারে এ লক্ষ্যে মেলায় তারা এনেছে ম্যাজিক বুক। এটি সময়ের ব্যবধানে তিন রকম রূপ নেয়। কখনও সাদা পৃষ্ঠা, কখনও ছবি বা কখনও রঙ বেরঙের আলপনা। টোনাটুনি স্টলে এটি ২শ’ টাকায় বিক্রি হচ্ছে। এমনিতে নিয়মিত মূল্য ২শ’ ৫০ টাকা।

অন্যদিকে, বাচ্চাদের অতিরিক্ত রোদের তাপ থেকে রক্ষা করতে টোনাটুনির নতুন আয়োজন সোলার ক্যাপ। এ ক্যাপের সামনের দিকে বসানো হয়েছে সোলার প্যানেল। ক্যাপের এককোণে আবার রয়েছে ছোট ফ্যান। ক্যাপটি শিশুদের রোদের তাপমাত্রা থেকে রক্ষা করবে। পাশাপাশি যতই রোদের তাপ বাড়বে, ততই বাতাস মিলবে ফ্যান থেকে। ৫০ টাকা ছাড়ে মেলায় সোলার ক্যাপ পাওয়া যাচ্ছে ২শ’ টাকায়।

টোনাটুনি স্টলে নানা ধরনের শিক্ষা উপকরণ শিশুদের নজর কেড়েছে। অংক, বিজ্ঞান, আর্ট ও রিডিংয়ের ক্লাস নেবে স্বয়ং মিকি মাউস। পাওয়া যাচ্ছে বাচ্চাদের নানা ধরনের পোশাক। একদিন থেকে ছয় বছর বয়সী শিশুদের পোশাক ২শ’ থেকে এক হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এক্ষেত্রে ছাড় মিলবে পাঁচ থেকে ১০ শতাংশ। আর বাচ্চাদের জুতায় মিলছে পাঁচ থেকে ১০ শতাংশ ছাড়।  

এছাড়া টোনাটুনি স্টলে বাচ্চাদের বই, সিডি, অডিও, ভিডিও ও ভিসিডিতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

শিশুদের পছন্দের রকমারি পসরা নিয়ে বসেছে টোনাটুনি। এর মধ্যে অন্যতম হাট্টিমাটিমের বাসা, টোনাটুনির ঝুড়ি, ঘুড়ি, ঈশপের গল্প, টোনাটুনির ছড়া, মেঘনা পারের ছেলে। এগুলো বই ও সিড়ি আকারে বিক্রি হচ্ছে।

বিক্রি হচ্ছে রঙিন সব বইও। এর মধ্যে রংধনু, বর্ণমালা, রঙে রঙে বাংলাদেশ, আমাদের পশু পাখির কথা বলা যায়। বইগুলোতে পাঁচ থেকে ১০ ভাগ ছাড় মিলছে।

ছড়ার বর্ণমালা, এসো গুনতে শিখি, টোনাটুনির গল্প, নার্সারি রাইমস, চিচিং ফাক, তুষার কন্যা, পান্তা ঝুড়ি, সেই সুর আজো আছে ও ঈশপের গল্প বই ও ভিডিও আকারেও পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, অডিও সিডি আকারে পাওয়া যাচ্ছে পাল উড়িয়া দে, ভোলা গেল না, স্বার্থপর, হে নিরুপমা, ফাগুন, খেলা ভাঙ্গার খেলা, সমকাল, এগারো, অজস্র কবিতা, এ যদি আকাশ হয়, আমি তোমার প্রেমে ও রবি ঠাকুরের গান।

টোনাটুনির প্রধান সমন্বয়কারী আজমির আলম খান বাংলানিউজকে বলেন, ‘শিশুরা পড়তে শিখুক, গুণতে শিখুক মনের আনন্দে’ দর্শনকে সামনে রেখে ১৯৮৬ সাল থেকে টোনাটুনি প্রয়োজনীয় উপকরণ বাজারে নিয়ে আসছে। এ লক্ষ্যে মেলায় বাচ্চাদের জন্য সোলার ক্যাপ আনা হয়েছে। এটা আমাদের নতুন আইটেম।

অভিভাবকরা শিশুদের নিয়ে স্টলে এসে পছন্দের উপকরণ কিনছেন। প্রতিটি পণ্যেই পাঁচ থেকে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

** ২টি শতরঞ্জি কিনলে ৪টি ফ্রি!
** মেলায় জুয়েলারি পণ্যে বিশেষ ছাড়!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।