ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বার নেতারা

বন্ধুর রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ডিপ্ল্যোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বন্ধুর রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান তা দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে নতুন নয়।

এ রকম পরিস্থিতির মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মত যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বার নেতাদের।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বারের নেতৃত্বে রয়েছেন চেম্বার চেয়ারম্যান দেলাবর এ হোসেন। এছাড়া আরও রয়েছেন- ভাইস চেয়ারম্যান আনা মিয়া, সেক্রেটারি জেনারেল মাহবুব নূর, ডেপুটি সেক্রেটারি ইমতিয়াজ হোসেন (জ্যাকি), ডিরেক্টর আবদুল আলীম, মিডিয়া ডিরেক্টর আজফুল খান, আইটি ডিরেক্টর ইয়াহিয়া হাসানসহ মোট ২৪ জনের প্রতিনিধি দল।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এ দেশের ব্যবসায়ীদের জন্য একটি চ্যালেঞ্জ। ব্যবসা করতে গেলে চ্যালেঞ্জ থাকবেই। তা সব দেশেই থাকে। এ জন্য দেশের পরিস্থিতি কোনো বাধা হতে পারে না বলে মনে করেন যুক্তরাজ্যের ওয়েলস-বাংলাদেশ চেম্বার নেতারা। দেশের পরিস্থিতি যেমনই হোক না কেন, সব কাজ বন্ধ করে বসে থাকা যাবে না বলেও মত তাদের।

নেতারা বলেন, বাংলাদেশিদের অর্থের কোনো সমস্যা নেই। ব্যবসায়ে উন্নয়নের জন্য তাদের জ্ঞান ও স্কিল আরও বাড়াতে হবে। আর তাতেই আসবে সাফল্য।

২০১১ সালে এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করে। এবার এটি তাদের দ্বিতীয় সফর। দুই সফরের মধ্যবর্তী বিষয়ে ব্যবসায়িক সাফল্য নিয়ে নেতারা বলেন, আমাদের সফরের পর ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৪শ’ শতাংশ ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করা যায়।

যুক্তরাজ্যের ওয়েলসের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বৃদ্ধি করতে বাংলাদেশ সরকার ‍উদ্যোগী হবে এবং মিশন প্রতিষ্ঠা করবে বলেও ‍আশা প্রকাশ করে প্রতিনিধি দলটি।

ট্রেড মিশনে আসা প্রতিনিধি দলের সদস্যরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে। এরআগে তারা ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবশনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের নেতারা। এছাড়াও দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাদের।

প্রতিনিধি দলটি সোমবার (২৬ জানুয়ারি) সিলেটে যাচ্ছে। ফিরবে মঙ্গলবার (২৭ জানুয়ারি)। সেখানে বিভিন্ন ব্যাবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এরপর বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এছাড়া এ দিন সাক্ষাৎ হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গেও। এরপর ২৯ জানুয়ারি দলটি চট্টগ্রাম যাবে এবং ৩১ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।