ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৌদি বাদশাহ’র মৃত্যুতে ইসলামী ব্যাংক বোর্ড সভায় শোক প্রকাশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সৌদি বাদশাহ’র মৃত্যুতে ইসলামী ব্যাংক বোর্ড সভায় শোক প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজীজ আল সউদ-এর মৃত্যুতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় শোক প্রকাশ করা হয়েছে।

গত শনিবার(২৪ জানুয়ারি ২০১৫) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এতে সভাপতিত্ব করেন।

সভায় দেশী বিদেশী ডাইরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এবং শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক উপস্থিত ছিলেন।

সভায় প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজীজ আল সউদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদ ও নবনিযুক্ত যুবরাজকে স্বাগত জানিয়ে সঠিকভাবে দেশ পরিচালনার তৌফিক কামনা করে দোয়া করা হয়।   

সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এ যাবত অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং কতিপয় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য, কৃষি উন্নয়ন ও শিল্পায়নের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে দেশের অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।