বেনাপোল (যশোর): ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।
ভারতের পেট্রাপোল বন্দর সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের প্রজাতন্ত্র দিবসে সরকারি ছুটি থাকায় সোমবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে বাণিজ্য চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে ছুটির বিষয়ে তারা আমাদের কিছু জানায়নি। তবে, প্রতিবছর এ দিন বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকে। তবে, বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে, অবরোধের কারণে বেনাপোল স্থল বন্দরে সৃষ্টি হওয়া পণ্যজটে শনিবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া আমদানি বাণিজ্য রোববার সকাল থেকে পুনরায় শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫