ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোটামুক্ত সুবিধা কাজে লাগাতে না পারা দুর্ভাগ্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
কোটামুক্ত সুবিধা কাজে লাগাতে না পারা দুর্ভাগ্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: ট্যারিফ ও নন-ট্যারিফের কারণে বেশ কয়েকটি দেশের দেওয়া কোটামুক্ত সুবিধা কাজে না লাগাতে পারাকে দুর্ভাগ্য বলে আখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের কয়েকটি দেশ কোটামুক্ত সুবিধা দেওয়ার পরও ট্যারিফ নন-ট্যারিফ বেরিয়ারের (বাধা) কারণে দুর্ভাগ্যবশত সে সুবিধা কাজে লাগাতে পারিনি আমরা।
 
তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর এটি একটা বড় সমস্যা।

নেওয়ার সময় আমাদের কাছ থেকে সব নিয়ে গেছে ও দেওয়ার সময় কিছুই দেয়নি বলেও মনে করেন তিনি।
 
সমন্বিত সীমান্ত ব্যবস্থায় ব্যবসায়ীরা যাতে হয়রানি ছাড়া পণ্য আমদানি-রফতানি করতে পারেন, সে দিকে খেয়াল রাখতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) লক্ষ রাখার অনুরোধ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের তথাকথিত আন্দোলন সফল হবে না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তথাকথিত আন্দোলনের নামে কোনো কোনো দল সন্ত্রাস, মানুষ হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চায়।
 
তোফায়েল আহমেদ বলেন, রাজনীতি করি দেশ ও মানুষের জন্য। তাদের (বিএনপি) আন্দোলন কোনোদিন সফল হবে না।
 
রাজস্ব বোর্ডের মাধ্যমে ব্যবসা ও বিনিয়োগকে আকৃষ্ট করে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
 
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।