ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনবিএল অনলাইনেই দেওয়া যাবে ডিপিডিসি’র বিদ্যুৎ বিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
এনবিএল অনলাইনেই দেওয়া যাবে ডিপিডিসি’র বিদ্যুৎ বিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইনেই বিদ্যুৎ বিল পরিশোধের সেবা নিয়ে এসেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

সম্প্রতি ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যে এ চুক্তি সই হয়।



ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুল হুদা খান এবং ডিপিডিসির সচিব মোহাম্মাদ মুনীর চৌধুরী চুক্তিপত্রে সই করেন।

এ চুক্তির ফলে ঢাকা ও নারায়ণগঞ্জ অঞ্চলের ডিপিডিসি গ্রাহকগণ এখন থেকে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সকল শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল হাসান (অব.), ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন, মো. নাজমুল হাসান, এসএভিপি মো. মাহমুদ হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি’২০১৫ ) ব্যাংকের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।