ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় থাই প্রতিনিধি দল

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক রোববার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক রোববার

ঢাকা: বাংলাদেশ ও থাইল্যন্ডের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা পৌঁছেছে উচ্চ পর্যায়ের থাই ব্যবসায়ী প্রতিনিধি দল।

রোববার (০১ ফেব্রুয়ারি) তারা বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক অংশ নেবে।

পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবে এ প্রতিনিধি দল। পাঁচ দিনের সফর শেষে প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে ৪ ফেব্রুয়ারি।

২৫ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্টের মহাসচিব চোকেদে কাউস্যাং। বাংলাদেশ-থাইল্যান্ড ব্যবসায়ী কাউন্সিলের পক্ষে আছেন সংগঠনটির প্রেসিডেন্ট মিংপ্যান্ট চায়া।

টেক্সটাইল, কৃষি যন্ত্র, ওষুধ, খাদ্য, কসমেটিকস, প্লাস্টিক মেশিনারিজসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা এ দলে প্রতিনিধিত্ব করছে।
 
থাই প্রতিনিধি দলটি রোববার দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠকে অংশ নেবে। এদিন দুপুর ২টায় এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. হেলাল উদ্দিন।

সংগঠনটির প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন, প্রথম ভাইস প্রেসিডেন্ট মনোয়ারুল হাকিম এ বৈঠকে উপস্থিত থাকবেন।
 
একইদিন ঢাকা চেম্বার অব কর্মাস (ডিসিসিআই) এবং মেট্রোপলিটন চেম্বার অব কর্মাসের (এমসিসিআই) ব্যবসায়িক নেতাদের সঙ্গেও বাণিজ্য ও বিনিয়োগ সম্ভবনা নিয়ে বৈঠক করবে থাই প্রতিনিধি দলটি। পাশাপাশি তারা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গেও সাক্ষাৎ করবে তারা।

প্রতিনিধি দলটির চট্টগ্রাম সফরেরও পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।