ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিএসিসিআই’র উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিএসিসিআই’র উদ্বেগ

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট্রাল এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএসিসিআই)।
 
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিএসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআইয়ের আলোচনা সভায় এ উদ্বেগ প্রকাশ করেন সিএসিসিআই সভাপতি জেমাল ইনাইশভিলি।


 
তিনি বলেন, একটি দেশে সবার উপরে ব্যবসার অবস্থান। বাংলাদেশের ব্যবসা ও এদেশে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। তবে এখন এদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়।
 
তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই রাজনীতিবিদরা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন।
 
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কামর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক ব্যবসায়িক সম্পর্ক বড়াতে সিএসিসিআই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
 
তিনি আরো বলেন, বাংলাদেশ সঠিক পথে চলছে। আমরা এমডিজি অর্জনে বেশ সাফল্য দেখিয়েছি। দেশে বর্তমানে ব্যবসায়িক পরিবেশ বিরাজ করছে। আশা করা হচ্ছে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
 
এফবিসিসিআই’র সভাপতি এ সময় সিএসিসিআইভুক্ত দেশগুলোকে বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, পর্যটন, চামড়া, পোশাক, খাদ্য খাতে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্যাকেজ দিচ্ছে। তাছাড়া দেশে বিদ্যুৎ, গ্যাসের কোনো সমস্যা নেই।
 
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমাদের ভবিষ্যৎ টার্গেট ব্লু অর্থনীতি গড়ে তোলা। তাই বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে সিএসিসিআইভুক্ত দেশগুলো শুল্ক সুবিধা লাভ করতে পারে।
 
এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, এফবিসিসিআইয়ের প্রথম সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সিএসিসিআইয়ের প্রতিনিধিরা।
 
বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫/আপডেটেড : ১৪০৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।