ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিএসিসিআইকে আশ্বস্ত করলেন গওহর রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
সিএসিসিআইকে আশ্বস্ত করলেন গওহর রিজভী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিগগির বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে বলে সেন্ট্রাল এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে (সিএসিসিআই) আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।
 
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিএসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআইয়ের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


 
আলোচনা সভায় সিএসিসিআই সভাপতি জেমাল ইনাইশভিলি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করলে গওহর রিজভী তাদের এ আশ্বস্ত করেন।
 
গওহর রিজভী বলেন, বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। তবে সম্প্রতি কতিপয় লোক রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যাদের সঙ্গে দেশের সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই। আমরা শিগগির এ অবস্থার অবসান ঘটিয়ে দেশকে স্থিতিশীল করতে পারবো।
 
তিনি বলেন, বাংলাদেশকে আগে তলাবিহীন ঝুড়ি বলা হতো। কিন্তু এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। কারণ বাংলাদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে শিখেছে। স্বাধীনতার পর এদেশের মানুষ কম থাকলেও তখন দারিদ্র্য ছিল চরম। কিন্তু এখন জনসংখ্যা বেশি হলেও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। মানুষ এখন আত্মনির্ভরশীল হতে শিখেছে।
 
গওহর রিজভী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে এ দেশের মানুষের উদ্ভাবনী শক্তি ও কৃষকদের কঠোর পরিশ্রমের অবদান অনস্বীকার্য। গত চার দশকে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক অগ্রগতি হয়েছে। বিশেষ করে গত ১০ বছর। দেশের রপ্তানি বেড়েছে, বৈদেশিক রিজার্ভ দিয়ে আমরা ৩/৪ মাস আমদানি করতে পারি।
 
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, গত ১০ বছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬। দেশে দারিদ্র্যের হার কমে ১০ শতাংশের নিচে অবস্থান করছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আর এসব সম্ভব হয়েছে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার জন্য। বর্তমানে কতিপয় লোক রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সঙ্গে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই।
 
‘আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, জনগণের সম্পৃক্ততা না থাকায় এ অস্থিতিশীল পরিস্থিতি বেশিদিন থাকবে না। আমরা শিগগির এ অবস্থা স্থিতিশীল করবো’ বলেন গওহর রিজভী।
 
এফবিসিসিআই’র সভাপতির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, এফবিসিসিআইয়ের প্রথম সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সিএসিসিআইয়ের প্রতিনিধিরা।
 
বাংলাদেশ সময় : ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।