ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেসরকারি আবাসিক প্রকল্প

জমির নকশা ১৫ কর্মদিবসে অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
জমির নকশা ১৫ কর্মদিবসে অনুমোদন

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত বেসরকারি আবাসিক প্রকল্পের প্লট বা জমির নকশা ১৫ কর্মদিবসের মধ্যে অনুমোদন দেওয়া হবে। আগে এ সময় ছিল ৩০ দিন।



সোমবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকে এ মানদণ্ড নির্ধারণ করা হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, অন্যান্য জমির নকশা ও বিশেষ প্রকল্পের ছাড়পত্র দেওয়ার মেয়াদ ৪৫ দিন থেকে কমিয়ে ৪০ কর্মদিবস করা হয়েছে।  

রাজউকে কর্মসম্পাদনের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করা বিষয়ক কর্মের মানদণ্ডের এ সময় নির্ধারণ করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে যুগ্ম সচিব (প্রশাসন-২) আহসান হাবিব তালুকদার এবং রাজউকের পক্ষে সংস্থার চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

নির্ধারিত মানদণ্ডের মধ্যে ব্যক্তি মালিকানাধীন জমি বা প্লটের ক্ষেত্রে ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদান ২৫ কর্মদিবসের মধ্যে সম্পাদন করা হবে। আগে এ মেয়াদ ছিল ৩০দিন।

বরাদ্দ গ্রহীতার মৃত্যুজনিত কারণে সংশোধিত বরাদ্দপত্র প্রদান ২৫ দিন থেকে কমিয়ে ১৫ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে। আম-মোক্তার অনুমোদন ২৫ কর্মদিবস থেকে কমিয়ে ২০ কার্যদিবস এবং প্লট বা ফ্ল্যাটের জামানত ফেরত আট থেকে তিনদিন কমিয়ে পাঁচ কার্যদিবস করা হয়েছে।

মানদণ্ডে ঝিলমিল আবাসিক প্রকল্পের ৪০০ মিটার দীর্ঘ ব্রিজের নির্মাণ কাজ ১৮ মাস থেকে কমিয়ে ১৫ মাস নির্ধারণ করা হয়।

এ ছাড়াও রাজউকের কর্মচারীদের অবসর প্রস্তুতি ছুটি, ছুটি নগদায়ন, ভবিষ্যৎ তহবিল নগদায়নের কাজ ১০ দিন এবং পেনশন মঞ্জুরির মেয়াদ ২৫ দিন করা হয়েছে। আগে এ মেয়াদ ছিল ৯০ দিন।
 
সমঝোতা স্মারক অনুযায়ী রাজউকের কর্মের মানদণ্ডের বিষয়ে মন্ত্রণালয় নিয়মিত পরীবিক্ষণ ও পরিমাপ করবে এবং এ বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে বলেও মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।