ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবি ব্যাংকের ৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
এবি ব্যাংকের ৫ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ঢাকা: ভুয়া রেকর্ডপত্র দেখিয়ে তিন কোটি ৭৮ লাখ টাকা আত্মসাৎ করায় আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) কমিশনের নিয়মিত সভায় মামলার অনুমোদন দেওয়া হয়।



যাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়েছে তারা হলেন, বর্তমান উত্তরা শাখার অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জহির উদ্দিন মো. মুজিব, মতিঝিল শাখার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সালেহ মোহাম্মদ আবদুল মাজেদ, মহাখালী শাখার সাবেক সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এল এম বদিউজ্জামান, মতিঝিল শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফারুক আহম্মেদ এবং মেসার্স ওয়ান থ্রেড অ্যান্ড অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ ও বুশরা অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী খন্দকার মেহমুদ আলম নাদিম।
 
দুদক সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের নিয়মনীতি ভঙ্গ করে তিন কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
 
দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়ায় কমিশন মামলার অনুমোদন দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।