ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
এক্সিম ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

ঢাকা: এক্সিম ব্যাংকের ২০১৪ সালের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং নতুন বছরে ব্যবসায়িক সাফল্য অর্জনে পরিকল্পনা প্রণয়নে ঢাকা রিজিওনে ‘বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে ‘কমপিট অ্যান্ড উইন’ থিমকে সামনে রেখে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া কা‍ঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য সবাইকে অভিনন্দন এবং শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সব প্রতিকূলতা অতিক্রম করে নতুন বছরে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আমানত, বিনিয়োগ, আমদানি, রফতানি এবং মুনাফা বৃদ্ধির জন্য স্বল্প এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং গ্রাহক-ব্যাংকারের মধ্যকার সুসম্পর্ক সৃষ্টির জন্য আহ্বান জানানো হয়।

সম্মেলনে এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদদীন আহমাদ, উপ-পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া খন্দকার রুমী এহসানুল হক এবং গুলশান ও মতিঝিল শাখাসহ এক্সিম ব্যাংক ঢাকা রিজিওনের ৪১টি শাখার ব্যবস্থাপকগণ, প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসের নির্বাহীগণ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।