ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলার শেষ সময়ে বেড়েছে বিস্কুট বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বাণিজ্য মেলার শেষ সময়ে বেড়েছে বিস্কুট বিক্রি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে বিস্কুটের স্টল ও প্যাভিলিয়নগুলো। স্টলগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে ক্রেতাদের।

ফলে দম ফেলারও যেন সময় পাচ্ছেন না স্টল কর্মকর্তারা। কোনো কোনো স্টলে পা ফেলার জায়গা নেই এমন দৃশ্যও দেখা গেছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) মেলা প্রাঙ্গণে রোমানিয়া, নাবিস্কো, হক ও প্রাণের প্যাভিলিয়নগুলোতে চোখে পড়ার মতো ক্রেতার উপস্থিতি দেখা যায়।

ক্রেতাদের জন্য প্যাভিলিয়গুলোতে রয়েছে আকর্ষণীয় প্যাকেজ। মেলায় ক্রেতাদের জন্য সব থেকে বেশি ১৪টি প্যাকেজ নিয়ে এসেছে প্রাণ। রোমানিয়ার রয়েছে ৬টি প্যাকেজ। হক ও নাবিস্কোরও রয়েছে একাধিক প্যাকেজ।

প্যাভিলিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, মেলার প্রথম দিকে বিক্রির পরিমাণ খুব বেশি ছিল না। তবে শেষ সপ্তাহে এসে ক্রেতারা বেশ ভিড় করছেন। ফলে বেড়ে গেছে বিস্কুটের বিক্রিও।

প্রাণের বাণিজ্য মেলার প্যাভিলিয়ন ইনচার্জ জিয়াউল হক জানান, মেলার ক্রেতাদের জন্য প্রাণ ১৪টি প্যাকেজ নিয়ে এসেছে। এ প্যাকেজগুলোতে বাজার মূল্য থেকে ২০ শতাংশ ছাড়া দেওয়া হচ্ছে। প্যাকেজ ছাড়াও বিস্কুট বিক্রি মেলায় কম নয়।

মেলার প্যাভিলিয়নে ৩৮৫ প্রকারের বিস্কুট বিক্রি করা হচ্ছে জানিয়ে জিয়াউল হক বলেন, বিক্রি বেশ ভালো। বিশেষ করে গত কিছু দিন বেশ ভালো হয়েছে। আজ (শনিবার) ও গতকাল খুব ভালো বিক্রি হয়েছে।

রোমানিয়ার প্যাভিলিয়ন ইনচার্জ ইমদাদুল হক মিলন বলেন, ১ ফেব্রুয়ারির পর থেকে বিক্রি বেশ ভালো হচ্ছে। তবে হরতাল ‍না থাকায় এবং ছুটির দিন হওয়ায় গতকাল ও আজ বিক্রি সব থেকে বেশি।

মিলন বলেন, তারা ২৪ রকমের বিস্কুট বিক্রি করছেন। এর মধ্যে রয়েছে ৬টি প্যাকেজ। এসব প্যাকেজের প্রতিটিতে রয়েছে মূল্য ছাড়। ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে কন্টিনার প্যাকেজ। বাজারে এই প্যাকেজের বিস্কুট কিনতে খরচ হবে মাত্র ৩২০ টাকা।

এছাড়া, ৫০০ টাকা বাজার মূল্যের বিস্কুট প্যাকেজে বিক্রি করা হচ্ছে ৪০০ টাকায়। ৪০০ টাকার লেকসেস বিস্কুট প্যাকেজে বিক্রি করা হচ্ছে ৩৮০ টাকায় এবং এর সঙ্গে একটি মগ ফ্রি দেওয়া হচ্ছে। মেলা উপলক্ষে আনা হয়েছে নতুন পণ্য চকবিজ। যা ১০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে।

এদিন পরিবার নিয়ে নাবিস্কর প্যাভিলিয়ন থেকে বিস্কুট কিনে ফেরার সময় হাসান মাহমুদ বাংলানিউজকে বলেন, মেলা থেকে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনেছি। গৃহ সামগ্রীও কিনেছি কিছু। এখন বিস্কুট কিনলাম। আসলে বিস্কুট নিজেরা যেমন খাওয়া যায়, তেমনি মেহমানদারি করা যায়।

প্রাণের প্যাভিলিয়ন থেকে ৪০০ টাকার বিস্কুটের প্যাকেজ কিনেন মিরপুরের জামাল হোসেন। তিনি বলেন, আমি ও আমার বড় ভাই এক বাসায় থাকি। আমাদের দুই ভাইয়ের তিন সন্তান। ওরা বিস্কুট পছন্দ করে। তাই বিস্কুট কিনতে এসেছি। ৪০০ টাকার প্যাকেজ আমার বেশ পছন্দ হয়েছে।

এদিকে, নাবিস্ক ও হকের প্যাভিলিয়নে গিয়ে দেখা যায় অন্য বিস্কুটের স্টলগুলোর মতোই ভিড়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

** ক্রেতা-দর্শনার্থীতে টইটম্বুর গৃহ সামগ্রী স্টল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।