ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের সাবেক ৬ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
জনতা ব্যাংকের সাবেক ৬ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় জনতা ব্যাংক লিমিটেডের সাবেক ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বেলা ১১টা থেকে সোয়া ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম জিজ্ঞাসাবাদ করেছেন।



যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারা হলেন— ব্যাংকের লোকাল অফিসের সাবেক ফাস্ট এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এফএজিএম) মো. মুশফিকুর রহমান, সাবেক এ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার (আইসিডি) ইসরাফিল সিকদার, সাবেক এফএজিএম (আইসিডি) এম এ মতিন, সাবেক ম্যানেজার (আইসিডি) মো. মাহফুজুর রহমান, সাবেক এজিএম (আইসিডি) পূর্ণেন্দু কুমার রায়, সাবেক এজিএম (আইসিডি) সাগর আহমেদ।

দুদক সূত্র জানায়, জাহাজ রফতানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেওয়া হয়েছে।

বাংলদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।