ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নারায়ণগঞ্জে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
নারায়ণগঞ্জে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ:জাতীয় পতাকা হাতে দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও স্লোগানে মানববন্ধনে অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি হরতাল-অবরোধের মত ধ্বংসাত্মক কর্মসূচির বিকল্প খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর আহ্বানে সাড়া দিয়ে শহরের চাষাঢ়া এলাকায় অবস্থিত বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।



এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নিট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি।

নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে গলাচিপা মোড় পর্যন্ত ১৫ মিনিটের এ মানববন্ধনে জাতীয় ভিত্তিক ৭টি ও জেলা ভিত্তিক ৩৩টি ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে পরিচালিত নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দরা অংশ নেন।

বিকেএমইএ এর সাবেক সভাপতি এবং এনসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিকেএমইএ এর সহ-সভাপতি জি. এম. ফারুক।

সমাবেশে ব্যবসায়ী নেতারা দেশের অর্থনীতির স্বার্থে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রাণ সঞ্চারকারী ব্যবসা বাণিজ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে না পারলে দেশের অর্থনীতির চাকা অচল হয়ে পড়বে।

বিকেএমইএ ও এনসিসিআই ছাড়াও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি সমিতি, বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাট আড়ৎদার সমিতি, নারায়ণগঞ্জ জেলা মিনিবাস মালিক ঐক্যজোট, নারায়ণগঞ্জ লৌহ ব্যবসায়ী মালিক সমিতি, নারায়ণগঞ্জ চট বস্তা ব্যবসায়ী মালিক সমিতি, নারায়ণগঞ্জ গম চাল আড়ৎদার মালিক সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, নারায়ণগঞ্জ সু মার্চেন্ট অ্যাসোসিয়েশন, জুয়েলারি সমিতি নারায়ণগঞ্জ, আটা ময়দা মিল মালিক সমিতি, প্রেস মালিক সমিতি নারায়ণগঞ্জ, সিটি বন্ধন পরিবহন লিমিটেড, বাংলাদেশ রেস্তোরা ও মিষ্টান্ন ভান্ডার মালিক সমিতি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ ফ্রেন্ডস্ মার্কেট বস্ত্র ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ লবণ আড়ৎদার মালিক সমিতি, নারায়ণগঞ্জ জেলা টাইলস দোকান মালিক সমিতি, ডাল মিল মালিক ও ট্রেডিং গ্রুপসহ আরও অনেক ব্যবসায়ী সংগঠন।

ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে এ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ এর পরিচালক মো. হুমায়ুন কবীর খান শিল্পী, আবদুল হান্নান, শ্যামল কুমার সাহা, সাবেক সহ-সভাপতি শামীম আহমেদ, সাবেক সহ-সভাপতি জাহিদুল হক ভূইয়া দীপু, এনসিসিআই এর পরিচালক মো. রাশেদ সারোয়ার, পরিতোষ কান্তি সাহা, এম সোলায়মান, হাসান ভূইয়া, মুক্তার হোসেন, জি.এম. হায়দার আলী বাবলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।