ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রেণিকৃত ঋণ হার কমেছে প্রায় ২ শতাংশ

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
শ্রেণিকৃত ঋণ হার কমেছে প্রায় ২ শতাংশ

ঢাকা: ২০১৪ সালের শেষ প্রান্তিক অর্থাৎ ডিসেম্বর  শেষে ব্যাংকিং খাতের শ্রেণিকৃত ঋণ হার প্রায় ২শতাংশ কমে এখন ১০ শতাংশের নিচে। সেপ্টেম্বর ২০১৪ প্রান্তিকে ১১.৬ শতাংশ থাকলেও ডিসেম্বরে তা এসে দাঁড়িয়েছে ৯.৬৯ শতাংশে।



সোমবার(৯ ফেব্রুয়ারি’২০১৫) বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, ২০১৪ সালের ডিসেম্বর  শেষে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ ছিল ৫,১৭,৮৩৭ কোটি টাকা। এর মধ্যে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৫০ হাজার ১৫৬ কোটি টাকা। আগের প্রান্তিকে মোট ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল যথাক্রমে ৪ লাখ ৯৩হাজার ৭৫৪ কোটি টাকা ও ৫৭ হাজার ২৯১ কোটি টাকা।

শ্রেণিকৃত ঋণের বিপরীতে ডিসেম্বর শেষে মোট আদায় হয়েছে ৩হাজার ৬৪ কোটি টাকা। যা আগের প্রান্তিকে ছিল ২হাজার ১২০ কোটি টাকা। এ হিসেবে নিট আদায় হয়েছে আগের প্রান্তিকের চেয়ে প্রায় ৪৫ শতাংশ বেশী।

প্রভিশন না করা নিট খেলাপী ঋণের হার ডিসেম্বর শেষে ২.৬৮ –তে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।