ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকে সভা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকে সভা

ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে সভা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি, ২০১৫) তারিখে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন  বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও হেড অব বিএফআইইউ আবু হেনা মোহাঃ রাজী হাসান।



সভায় অন্যদের মধ্যে বিএফআইইউ এর ডেপুটি হেড ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, বিএফআইইউ এর অপারেশনাল হেড ও মহাব্যবস্থাপক মোঃ নাসিরুজ্জামানসহ বিএফআইইউ এর সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ম. মাহফুজুর রহমান মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সকল বাণিজ্যিক ব্যাংকের ভূমিকার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে সকলকে আরো সতর্ক ও যত্নবান হওয়ার পরামর্শ দেন।

আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীগণ তাদের ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম তুলে ধরেন। সভার সভাপতি আবু হেনা মোহাঃ রাজী হাসান তার বক্তব্যে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন বিধি-বিধান বর্ণনা করেন এবং এ বিষয়ে সকল ব্যাংকের প্রধান নির্বাহীদেরকে সতর্ক করেন।

কোন ব্যাংক যাতে কোনভাবে সন্ত্রাসে অর্থায়নে ব্যবহৃত হতে না পারে বা কোন সন্ত্রাসী যাতে ব্যাংকের মাধ্যমে কোন লেনদেন না করতে পারে তার জন্য সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে তিনি আহ্বান জানান।

পাশাপাশি ব্যাংকগুলোতে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা যথাযথভাবে পালিত হচ্ছে মর্মে নিশ্চিত হওয়ার আইনি বাধ্যবাধকতার বিষয়টির উল্লেখ করে তিনি একটি আলাদা টীম গঠন করে ব্যাংকের সামগ্রিক পরিপালন ব্যবস্থা মূল্যায়নের জন্য প্রধান নির্বাহীদেরকে অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।