ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চেম্বারগুলোকে বাজেট প্রস্তাব জমা দেওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
চেম্বারগুলোকে বাজেট প্রস্তাব জমা দেওয়ার আহ্বান

ঢাকা: আসন্ন বাজেট প্রস্তুতিতে সহায়তার জন্য বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে আগামী ৫ মার্চের মধ্যে নিজ নিজ বাজেট প্রস্তাব পেশ করার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব (ট্যাক্সেস লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আবদুস সামাদ আল আজাদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।



পত্রে বলা হয়, চেম্বারগুলোর নিজ নিজ প্রস্তাব ৫ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে (এফবিসিসিআই) জমা দিতে হবে। পাশাপাশি প্রস্তাবের একটি কপি ই-মেইলের ([email protected]) মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণ করতে হবে।
 
চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বের সঙ্গে  বিবেচনা করবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি প্রধান বাজেট সমন্বয়কারী বরাবর বা উল্লিখিত ই-মেইলে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবেন বলে পত্রে উল্লেখ করা হয়।
 
সরকারের রাজস্ব আহরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় জাতীয় রাজস্ব বোর্ড সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ জন্য একটি অংশগ্রহণমূলক, গণমূখী ও সুষম বাজেট প্রণয়নে বিভিন্ন শিল্প ও বণিক সমিটি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে বাজেট প্রস্তাব আহ্বান করে। আসন্ন ২০১৫-২০১৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্ক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য এনবিআর আলাপ আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়ণে আগ্রহী।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।