ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিটাকের ১০৬ প্রশিক্ষণার্থীকে চাকরি দিল আরএফএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বিটাকের ১০৬ প্রশিক্ষণার্থীকে চাকরি দিল আরএফএল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) ১০৬ নারী প্রশিক্ষণার্থীকে চাকরি দিয়েছে আরএফএল।  

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিটাক মিলনায়তনে ২১তম কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছে তাদের নিয়োগপত্র হস্তান্তর করেন আরএফএল’র মানব সম্পদ বিভাগের প্রধান সুমিত চক্রবর্তী।



এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া (এনডিসি), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক মো. আব্দুল মতিন (এনডিসি), আরএফএল’র নিয়োগ ব্যবস্থাপক রাহাদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এই কার্যক্রমের জন্য সন্তোষ প্রকাশ করে প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানান। এছাড়াও তিনি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন এবং বিটাক কর্তৃপক্ষের কাছে প্রশিক্ষণার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আরএফএল’র মানব সম্পদ বিভাগের প্রধান সুমিত চক্রবর্তী জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আরএফএল নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষনার্থীদের নিয়োগ দিয়ে থাকে। ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ৩০৬ নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০৬ জনকে আরএফএল’র নরসিংদী এবং গাজীপুরের বিভিন্ন কারখানায় নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।