ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঋণ পরিশোধে ব্যর্থ কারখানা পর্যবেক্ষণে কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ঋণ পরিশোধে ব্যর্থ কারখানা পর্যবেক্ষণে কমিটি গঠন

ঢাকা: বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেসব তৈরি পোশাক কারখানা নানা ধরনের ঋণ পরিশোধ করতে পারছে না, তাদের জন্য একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) হরতাল-অবরোধের প্রতিবাদে ব্যবসায়ীদের ‍প্রতীকী অনশন শেষে বিজিএমই‌এ-এর সভাপতি মো. আতিকুল ইসলাম এ কথা জানান।



তিনি বলেন, এ কমিটির নেতৃত্ব দেবেন ইএবি সভাপতি ও বিজিএমইএ-এর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেবে বিজিএমইএ।

হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে বিজিএমইএ-এর সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনুরোধ করছি- সব ধরনের নৈরাজ্য বন্ধ করুন।

‘আমাদের ব্যবসা করতে দিন। রাস্তায় নামতে বাধ্য করবেন না’—বলেন তিনি।

এর আগে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ব্যবসায়ীদের অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনশনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন অাহমেদ বলেন, ব্যবসায়ীরা বোমাবাজি চায় না, নির্বিঘ্নে ব্যবসা করতে চায়। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বর্তমান সংকট নিরসনে দুই পক্ষকেই সমঝোতা করে সমস্যা সমাধান করতে অনুরোধ জানান তিনি।

শনিবার সকাল এগারটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে প্রতীকী অনশন করেন ব্যবসায়ীরা।

অনশন চলাকালে দুপুর ১২টার দিকে সেখানে ককটেলের বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এতে দুইজন আহত হন।

অনশনে অন্যদের মধ্যে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি অাব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি এ কে আজাদ, বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি আসলাম সানি এবং বিজিএমইএ-এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।