ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রূপালী লাইফ ইন্সুরেন্স মি.ফান্ডে বিনিয়োগ নিরাপদ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
‘রূপালী লাইফ ইন্সুরেন্স মি.ফান্ডে বিনিয়োগ নিরাপদ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রূপালী লাইফ ইন্সুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ অনেক নিরাপদ। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের এ ফান্ডে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রাইম ফিন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঈন আল কাশেম।


 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হোটেল পূর্বানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রূপালী লাইফ ইন্সুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটি বেমেয়াদী। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীরা এ ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এ ফান্ডে বিনিয়োগ অনেক নিরাপদ।
 
তিনি আরও বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে আমরা এ ফান্ডের চাঁদা গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত চাঁদা গ্রহণ চলবে। তবে এ সময়ের মধ্যে ফান্ড পরিচালনার মতো চাঁদা সংগ্রহ না হলে মেয়াদ আরও বাড়ানো হতে পারে। কারণ ফান্ড পরিচালনার জন্য কমপক্ষে ৪০ শতাংশ চাঁদা গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।
 
আল কাশেম জানান, আমরা যে কয়টি ফান্ড পরিচালনা করছি সবগুলোর ইউনিট হোল্ডাররা প্রতি বছর ভাল মুনাফা পান। আগামী জুন মাসে এ ফান্ডের অর্থবছর শেষ হবে। আশা করছি, এ ফান্ডের ইউনিট হোল্ডারদের ভাল মুনাফা দিতে পারবো।
 
তিনি আরও বলেন, এ ফান্ডের প্রধান বৈশিষ্ঠ্যগুলোর মধ্যে রয়েছে নিয়ন্ত্রিত ঝুঁকিতে সর্বোত্তম মুনাফা অর্জন, নিয়মিত ক্রয়-বিক্রয়ের সুবিধা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক নিবন্ধিত, বহুমুখী আদর্শ বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি নিয়ন্ত্রণ, বিনিয়োগের মৌলিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ এবং গুজব বহির্ভূত বিনিয়োগ।
 
জানা যায়, প্রাইম ফিন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অধীনে রূপালী লাইফ ইন্সুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড পরিচালিত হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) দশ টাকা মূল্যের মোট ৫ কোটি ইউনিট বিক্রি করে মোট ৫০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে।
 
আরও জানা যায়, এ ফান্ডের স্পন্সর হিসেবে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ট্রাস্টি হিসেবে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি এবং কাস্টডিয়ান হিসেব দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ফিন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড ম্যানেজার সৈয়দ আদনান হুদা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।