ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য- এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে  প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষা‍ৎকালে তিনি এ মন্তব্য করেন।



চীনের বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক ও শিল্প এলাকার জন্য বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান রাষ্ট্রদূত মিংচিয়াং।

তিনি বলেন, বর্তমানে চীনে উচ্চ শ্রমমূল্যের কারণে সেখানকার বিনিয়োগকারীরা বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। এক্ষেত্রে যৌক্তিক শ্রম মূল্য, অত্যন্ত সুশৃঙ্খল, কঠোর পরিশ্রমী এবং দক্ষ মানব সম্পদ সম্পন্ন বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।

সাক্ষাৎ পর্বের শুরুতে চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন দু’দেশের মধ্যেকার সৌহাদ্যপূর্র্ণ সম্পর্ক দীর্ঘদিনের, যার সূত্রপাত হয় হাজার বছর আগে। ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে।

এ সময় রাষ্ট্রদূত চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ও প্রণোদনা তুলে ধরেন।

তিনি বলেন, ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশে দক্ষ ও সহজলভ্য শ্রম রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের জ্বালানি ও শক্তি খাতে যে অভাবনীয় অগ্রগতি হচ্ছে তা অবশ্যই বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিসিআইএম এর আওতায় বাংলাদেশ, চীন, ভারত ও মায়ানমারের মধ্যে সড়ক যোগাযোগ ক্ষেত্রে অদূর ভবিষ্যতে কাম্য লক্ষ্যসমূহ অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন এবং তার সাফল্য কামনা করেন।

একই সঙ্গে বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন বলে এক বিবৃতিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।