ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সব বরাদ্দই ব্যয় হবে পদ্মাসেতুতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
সব বরাদ্দই ব্যয় হবে পদ্মাসেতুতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের ৮ হাজার ১০০ কোটি টাকার পুরোটাই পদ্মাসেতু নির্মাণে ব্যয় হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে পদ্মাসেতুর প্রকল্প পরিচালকের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।



পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মাসেতু প্রকল্পে টাকা কমার কোনো সম্ভাবনা নেই, ৮ হাজার ১০০ কোটি টাকাই ব্যয় হবে।

‘টাকা কমার বিষয়ে সেতু বিভাগ থেকে কোনো চিঠি পাইনি। তবে তারা জানিয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে পদ্মাসেতু প্রকল্পে যে বরাদ্দ আছে তার পুরোটাই খরচ করা হবে’—বলেন  তিনি।
 
গত দুইদিনে মোট ১ হাজার ২৮৭টি প্রকল্পের পরিচালকদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী।  

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে স্ব স্ব মন্ত্রণালয়ের সঙ্গে এখন সরাসরি কাজ করবো। এতে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়তে।

প্রকল্প পরিচালকদের যোগাযোগ দক্ষতা বাড়ানোরও পরামর্শ দেন মন্ত্রী আ হ ম মুস্থাফা কামাল।

মন্ত্রী জানান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) মাধ্যমে পদ্মাসেতুর কাজ করবে পরিকল্পনা মন্ত্রণালয়।

প্রকল্পের টেন্ডার প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, বড় কোনো প্রকল্পে বারবার টেন্ডার (দরপত্র) না করে এক সঙ্গে করতে হবে। এতে প্রকল্পের গতি বাড়বে।
 
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।