ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি

ঢাকা: বাংলাদেশে প্রযুক্তিখাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে ইতালি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎকালে দেশটির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী বিনিডিত্ত ডেল্লা ভিডোভা এ আগ্রহের কথা জানান।



প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষা‍ৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের বিষয়টি জানান।

ইতালির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী বলেন,বাণিজ্য বৈষম্য কমাতে ইতালি বাংলাদেশে রফতানি আরো বাড়াতে চায়।

প্রযুক্তি খাতে রফতানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, বিনিয়োগ প্রযুক্তি বিষয়ে হতে পারে। আমরা বাংলাদেশে ‘সবুজ প্রযুক্তি’ স্থানান্তর করতে চাই।

দু’দেশের অর্থনীতির জন্য ‘ব্লু ইকোনোমি’ নতুন ক্ষেত্র হতে পারে বলেও উল্লেখ করেন ইতালির সফররত উপমন্ত্রী।   ।

প্রধানমন্ত্রী শেষ হাসিনাও ‘ব্লু  ইকোনোমি’কে সমৃদ্ধ করার জন্য বাংলাদেশের অভিজ্ঞ জনবলের চাহিদার কথা তুলে ধরেন।

এক্ষেত্রে ইতালি থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরে আগ্রহের কথাও তুলে ধরেন ইতালির উপমন্ত্রী।

বাংলাদেশে আরো বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বাজার বাড়ছে। জনগণের চাহিদাও বাড়ছে। সুতরাং বাংলাদেশে আরো বিনিয়োগের সুযোগ রয়েছে।

দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে ঘন ঘন পরিদর্শন হওয়া উচি‍ৎ বলে মন্তব্য করেন ইতালির পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী বিনিডিত্ত ডেল্লা ভিডোভা।

ইটালিতে থাকা এক লাখ ২০ হাজার বাংলাদেশি অভিবাসীর প্রশংসা করে তিনি বলেন, তারা খুবই শান্তিপ্রিয় ও পরিশ্রমী। এসব বাঙালি ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

ভবিষ্যতের দুই দেশের মধ্যে আরও চমৎকার দিপক্ষীয় সম্পর্ক বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।