ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই'র নির্বাচন বোর্ড, ২৮ ফেব্রুয়ারির মধ্যে তফসিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
এফবিসিসিআই'র নির্বাচন বোর্ড, ২৮ ফেব্রুয়ারির মধ্যে তফসিল

ঢাকা: অধ্যাপক আলী আশরাফকে চেয়ারম্যান করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।

নির্বাচন বোর্ড ৩১ মের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন (২০১৫-১৭) সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

এছাড়া অ্যাডভোকেট আমিন উদ্দিনকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

সম্প্রতি এফবিসিসিআইয়ের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, বাণিজ্য সংগঠন বিধিমালা- ১৯৯৪ এর ১৪ (১) ধারা অনুযায়ী নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে হয়।

গঠিত নির্বাচন বোর্ড বাণিজ্য সংগঠন বিধিমালা- ১৯৯৪ এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচনের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করবে। সে অনুযায়ী নির্বাচন বোর্ড ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।