ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) শামসুল হুদা খান।

এসময় তিনি বিগত বছর ব্যাংকের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন এবং চলতি বছর ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকুলতা নিয়ে আলোকপাত করেন। ২০১৫ সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যবস্থাপক ও নির্বাহীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

তিনি গ্রাহক সেবার গুণগত মানোন্নয়ন, কৃষি, ক্ষুদ্র ও মাঝারী শিল্পে অর্থায়ন, মানি লন্ডারিং প্রতিরোধের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশিদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্।  

এছাড়াও মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর বিন হামিদসহ চট্টগ্রাম অঞ্চলের ৩৩টি শাখার ব্যবস্থাপক ও নির্বাহীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।