ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডব্লিউটিও-তে স্বল্পোন্নত দেশগুলোকে সমন্বয় করবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ডব্লিউটিও-তে স্বল্পোন্নত দেশগুলোকে সমন্বয় করবে বাংলাদেশ

ঢাকা: ২০১৫ সালের জন্য বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) সমন্বয়কারী মনোনীত করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।



১৯৯৫ সালে এলডিসি প্রতিষ্ঠার পর বাংলাদেশ কয়েকবার এ সমন্বয়কারীর দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে।

১৯৯৬ সালে প্রথমবারের মতো সমন্বয়কারীর দায়িত্ব পালন করে বাংলাদেশ। ওই সময় শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম ডব্লিউটিও মিনিস্টিরিয়াল কনফারেন্সে  শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধাসহ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি জোরালোভাবে উত্থাপন কর‍া হয়। যা ওই সময় সবার দৃষ্টি কাড়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজন্য তোফায়েল আহমেদ এলডিসিভ‍ুক্ত দেশগুলোর কাছে অনেক প্রশংসা অর্জন করেছেন। তখন থেকেই বাংলাদেশ এলডিসি গ্রুপে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের জন্য বাংলাদেশকে এলডিসিভুক্ত দেশগুলোর সমন্বয়কারী মনোনীত করা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।