ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ভৈরব বাজারে’ ন্যাশনাল ব্যাংকের ১৮০তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
‘ভৈরব বাজারে’ ন্যাশনাল ব্যাংকের ১৮০তম শাখা

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮০তম শাখা কিশোরগঞ্জের ভৈরব বাজারে উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৩ ফেব্রুয়ারি’২০১৫) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।



এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর বিন হামিদ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ব্যাংকের সিস্টেম অ্যান্ড অপারেশন্স ডিভিশনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার ও ভৈরব চেম্বারের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ভৈরব বাজার শাখার ম্যানেজার মোঃ আলমগীর হোসেন।
 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, কিশোরগঞ্জের ভৈরব বাজারে ন্যাশনাল ব্যাংকের এই শাখা খুলতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

তিনি এলাকার জনগণকে ন্যাশনাল ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহবান জানান এবং বিশেষ করে বৈদেশিক রেমিট্যান্সের ক্ষেত্রে সুবিধা গ্রহণের পরামর্শ দেন।

এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।