ঢাকা: ‘অ্যান আনসার্টেন গ্লোরি: ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশন্স’ বইটি বাংলা ভাষায় রূপান্তর করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন ও জঁ দ্রেজ। বাংলা ভাষায় রুপান্তার করা ‘ভারত: উন্নয়ন ও বঞ্চনা’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ‘অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক প্রগতি’ শিরোনামে একক বক্তৃতা দেন অর্মত্য সেন।
এদিন বেলা সাড়ে ৩টার দিকে রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান।
এ উৎসবে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বইটির প্রথম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় ভারতে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫