ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেবাখাত উন্নীতকরণ

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আস্ক ট্রেড চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আস্ক ট্রেড চুক্তি সই ছবি: নাজমুল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের সেবাখাতকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। তারই অংশ বিশেষ বিশ্বমানের কনভেনশন সেন্টার 'ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা' (আইসিসিবি)।


 
সেবাখাতে নতুনমাত্রা দিতে বসুন্ধরা আর্ন্তজাতিক কনভেশন সিটির সঙ্গে কাজ করবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশিসন প্রাইভেট লিমিটেড।
 
এ উপলক্ষে বুধবার বিকেলে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি ও আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড চুক্তি সই করেছে।
 
বসুন্ধরা আবাসিক এলাকা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোস্তাফিজুর রহমান ও আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর টিপু সুলতান ভূঁইয়া।
 
এ সময় ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এসএম মনিরুল ইসলাম পলাশ, ইন-চার্জ মোবারক হোসেন, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এম আকতার ঝর্ণা ও এক্সিকিউটিভ শেখ ইমরান উপস্থিত ছিলেন।
 
চুক্তি মোতাবেক আগামী এক বছর আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড 'ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা'তে সবধরনের মেলা বিভিন্ন কর্পোরেট হাউজের অনুষ্ঠান আয়োজন ও সফলভাবে সম্পন্ন করবে।
 
দেশে অন্য কনভেনশন সিটির চেয়ে তুলনামূলক সাশ্রয়ী করে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে সবধরনের অনুষ্ঠান করা যায়। এখানে পর্যাপ্ত খালি জায়গা থাকায় সব ধরনের যানবাহন পার্কিং করার ব্যবস্থা রয়েছে।
 
এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে চলতি বছরের ১৩ থেকে ১৬ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরাতে অনুষ্ঠিত হবে চারদিনব্যাপী ‘আন্তর্জাতিক বৈশাখী উৎসব’।
 
১ মার্চ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি: ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।