ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সংশোধিত এডিপি

আরো ১৫০০ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
আরো ১৫০০ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ

ঢাকা: চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) আরো এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এজন্য ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে অতিরিক্ত এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।



স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় চলতি অর্থবছরে বাস্তবায়নাধীন ১০১টি প্রকল্পের অনুকূলে সংশোধিত এডিপিতে অতিরিক্ত বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনে এ চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সারা দেশে অতিরিক্ত আরো সড়ক এবং ব্রিজ/কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া স্থানীয় এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের ব্যাপক চাহিদা এবং দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে এসব কাযর্ক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
দেশের সব গ্রোথসেন্টার ও ইউনিয়নসমূহে যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের জন্য গ্রামীণ সড়ক ও কালভার্ট নির্মাণ করা হবে।
 
এছাড়া ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত উন্নয়নের প্রচুর চাহিদা মেটানোর লক্ষ্যে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন।
 
আরএডিপি’র জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো চিঠিতে দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সংশোধিত এডিপিতে আরো এক হাজার ৫১৮ কোটি ৪৯ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ চেয়েছে।
 
এর ফলে সংশোধিত এডিপি’র আকার বেড়ে দাঁড়াবে ৮ হাজার ৫৯০ কোটি ৮১ লাখ টাকা।
 
২০১৪-১৫ অর্থবছরে এডিপি’র আকার ছিল ৭ হাজার ৭২ কোটি ৩২ লাখ টাকা। তবে পদ্মাসেতুর জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তা সবই ব্যয় হবে।
 
৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ভিত্তিতে চলতি অর্থবছরে ৮৬ হাজার কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গ্রহণ করে সরকার।   এর মূল এডিপি’র মধ্যে স্বায়ত্বশাসিত সংস্থা খাতের ৫ হাজার ৬৮৫ কোটি ৪৮ লাখ টাকা যোগ করা হয়েছে।

প্রতি অর্থবছরের মতো এবারও কাটছাট হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার। চলতি ২০১৪-১৫ অর্থবছরের সাত মাসের মাথায় এডিপি’র আকার পরিবর্তন হতে যাচ্ছে।

এদিকে পরিকল্পনা কমিশন সূত্র জানায়, চলতি অর্থবছরে সংশোধিত এডিপি’র আকার হবে ৭২ হাজার কোটি টাকা। কিছু মন্ত্রণালয় টাকা খরচ করতে পারেনি। আবার কিছু মন্ত্রণালয়ের চাহিদার কারণে মূল এডিপি থেকে প্রায় ৮ হাজার কোটি টাকা কমানো হয়েছে। তবে কমেনি পদ্মাসেতুর বরাদ্দ।
 
পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, কিছু কিছু মন্ত্রণালয় ও বিভাগ সংশোধিত এডিপিতে অতিরিক্ত বরাদ্দ চেয়েছে। কিছু মন্ত্রণালয়ের আবার এডিপি’র বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে করে এডিপি’র আকার হতে পারে ৭২ হাজার কোটি টাকা। তবে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ সিদ্ধান্ত হবে।

২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির মোট আকার ছিল ৬০ হাজার ৫৮২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।