ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজনৈতিক অস্থিরতায় অনেক ক্ষতি হচ্ছে পর্যটনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
রাজনৈতিক অস্থিরতায় অনেক ক্ষতি হচ্ছে পর্যটনের ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ট্যুর অপারেটররা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে এমনটাই জানালো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।  

শনিবার (ফেব্রুয়ারি ২৮) জাতীয় প্রেসক্লাবে টোয়াব আয়োজিত ‘পর্যটন খাতের সামনে চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক গোলটেবিলে এ তথ্য জানানো হয়।



গোলটেবিলে বক্তারা বলেন, টানা হরতাল-অবরোধের কারণে দেশের পর্যটন শিল্প প্রায় পথে বসেছে। বিদেশি পর্যটকরা নিরাপত্তার কারণে এদেশে আসছেন না। তার উপর সরকার পার্বত্য চট্টগ্রামে বর্তমানে পর্যটনের নতুন নিয়ম করা হয়েছে। এতে এখাত অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তারা বলেন, পর্যটন খাতকে রাজনীতির বাইরে রাখতে হবে। এ খাতে এ পর্যন্ত যত আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। যার মধ্যে রয়েছে প্রকৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান, বিনা সুদে ঋণের ব্যবস্থা করা, ২০১২-১৫ তিন অর্থবছরের জন্য আয়কর মুক্ত করে দেয়া এবং ব্যাংক সুদ মওকুফ করা।

বক্তারা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সময়মত অনুমতি দেওয়ার জন্যও দাবি জানায়। সাথে সাথে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহকে বাধ্যতামূলক পর্যটনকে প্রমোট করার জন্য নির্দেশ দিতেও সরকারের প্রতি আহবান জানান তারা।

টোয়াব সভাপতি ড: আকবর উদ্দিনের সভাপতিত্বে গোলটেবিলে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাফেউজ্জামান, এস এম হাফিজুর রহমান ফারুক, সাবেক সভাপতি হাসান মনসুর, ফরিদুল হকসহ খাতসংশ্লিষ্ট অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।