ঢাকা: ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গ্রহণের জন্য ৩ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক।
ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ণসহ অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় প্রোজেক্ট প্রিপারেশন ফেসিলিটি হিসেবে এ অর্থ ব্যয় করা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, এনডিপি ও ডিপিপি প্রণয়নে এ অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক।
এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড বিষয়ে নীতিমালা, ক্রয় পরিকল্পনা, জেন্ডার ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।
অপরদিকে ভ্যালু চেইন ম্যাপিং প্রণয়ন, সচেতনতামূলক কর্মশালা আয়োজন, বেইজলাইন সার্ভে, প্রকল্প বাস্তবায়ন ও পরিবীক্ষণের নীতিমালা প্রণয়ন করা হবে।
সেই লক্ষ্যে এনএটিপি-২ প্রকল্পের জন্য প্রকল্প পরিচালক ও পরামর্শক নীতমালা প্রণয়নসহ যাবতীয় কার্যক্রম সম্পাদনের প্রস্তাবনা করা হয়েছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হাসান বাংলানিউজকে জানান, এনএটিপি ও ডিপিপির জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা অনুদান দেবে। এর মাধ্যমে জাতীয় কৃষি প্রযুক্তির উন্নয়নেও কাজ করা হবে।
৩১ ডিসেম্বর, ২০১৪ সালে শেষ হয় এনএটিপি-১ প্রকল্প। এর পরেই হাতে নেওয়া হয়েছে এনএটিপি-২ প্রকল্প।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪