ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বকেয়া বেতনের দাবিতে চুনজি শ্রমিকদের আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
বকেয়া বেতনের দাবিতে চুনজি শ্রমিকদের আল্টিমেটাম ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২ দিনের মধ্যে চুনজি গার্মেন্টস শ্রমিকদের ৪ মাসের (নভেম্বর-ফেব্রুয়ারি) বকেয়া বেতন পরিশোধের আল্টিমেটাম দিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা  ও গার্মেন্ট কারখানার শ্রমিকরা।

আল্টিমেটাম অনুযায়ী ৩ মার্চের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হলে আগামী ৪ মার্চ বিজিএমইএ ভবন ঘেরাও করা হবে বলেও ঘোষণা  দেওয়া হয়েছে।



রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে সমাবেশ করে চুনজি গার্মেন্ট শ্রমিক কর্মচারীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামীম  বলেন, ৪ মাস ধরে চুনজি গার্মেন্টস শ্রমিকরা বেতন পায় না। বেতন না পেয়ে এখন তারা মানবেতর জীবনযাপন করছে। অথচ বিজিএমইএ আজ পর্যন্ত এই শ্রমিকদের কোনো খোঁজখবর নেয়নি।

এ সময় তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২ দিনের মধ্যে চুনজি গার্মেন্টস শ্রমিকদের চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা না হলে ৪ তারিখ বিজিএমইএ ভবন ঘেরাও করা হবে।

সাদেকুর রহমানের এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেন চুনজি গার্মেন্টস শ্রমিকদের নেতা আলী হোসেন।  

আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, এম এ শাহীব, মনজুর মইনসহ চুনজি গার্মেন্টস শ্রমিকরা।

** আন্দোলনে বন্ধ হওয়া চুনজি গার্মেন্টের শ্রমিকেরা

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।