ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিস্কুট রফতানির লক্ষ্যে কলকাতাভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বঙ্গজ লিমিটেড।
বঙ্গজ কর্তৃপক্ষ বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের মাধ্যমে শেয়ারহোল্ডারদের এ তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গে তাদের প্রস্তুত করা বিস্কুট আমদানি ও পরিবেশন করবে এক্সিমপো ইন্টারন্যাশনাল নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান। সেখানকার বাজারে বঙ্গজ পণ্যের প্রচার-প্রসারেও কাজ করবে তারা।
এক্সিমপোর ঠিকানা ৫/১২৪ এ, বিধান কলোনি, অরবিন্দ ব্লক, সন্তোষপুর, কলকাতা-৭০০০৭৫, পশ্চিমবঙ্গ, ভারত।
পরিকল্পিত রফতানির সুবাদে আগামী দিনগুলোয় কোম্পানির বিক্রি ও মুনাফায় প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করছে বঙ্গজ কর্তৃপক্ষ।
১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ৫ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ারের ৫০ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ শেয়ার এবং অবশিষ্ট ৪২ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫