ঢাকা: দেশের অন্যতম টেলিকম অপারেটর এয়ারটেলের সঙ্গে সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) সহযোগিতা চুক্তি সই হয়েছে।
রাজধানীর এয়ারটেলের হেড অফিসে রোববার এ কর্পোরেট চুক্তি সই হয়।
এর ফলে এয়ারটেলের যে সব গ্রাহকের ভিসা/মাস্টার ডেবিট/ক্রেডিট কার্ড রয়েছে, তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে এখন থেকে বিল দিতে ও রিচার্জ করতে পারবেন।
তবে এ জন্য এয়ারটেলের গ্রাহকরা এয়ারটেলের ওয়েবসাইট www.bd.airtel.com -এ লগইন করতে হবে।
এই সাইটে লগইন করে অনলাইন এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার ও এয়ারটেল বাজের মাধ্যমে ভিসা/মাস্টার ডেবিট কার্ড ও ক্রেটিড কার্ড ব্যবহার করে বিল দেওয়া ও রিচার্জ করতে পারবেন।
এ ক্ষেত্রে সফটওয়্যার শপ লিমিডেট (এসএসএল) এয়ারটেল গ্রাহকদের সেবা ও তাদের অনলাইন লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করবে।
চুক্তি সই অনুষ্ঠানে সিএসও এবং হেড অব এম-কমার্স রুবাবা দৌল্লা, হেড অব সার্ভিস এক্সপেরিয়েন্স অ্যান্ড অপারেশন এক্সিলেন্স জাকিয়া সুলতানা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্ভিস এক্সপেরিয়েন্স মো. নাজিমুদ্দিন খান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সার্ভিস এক্সপেরিয়েন্স মাশুক মোসাদ্দেক আলী, ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার আশিস চক্রবর্তী, হেড অব টেকনিক্যাল সাহাজাদ রেদওয়ান, সিনিয়র ম্যানেজার জুবায়ের হোসেন এবং সফটওয়্যার শপ লিমিটেডের ম্যানেজার মাহবুব উর রশিদ খান উপস্থিত ছিলেন।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেড দ্রুত অগ্রসরমান একটি টেলিকম অপারেটর। এটি ভারতী এয়ারটেল লিমিটেডের একটি সহযোগী সংস্থা।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫