ঢাকা: বিজিএমইএ সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিলেন রাজধানী বাড্ডার সাঁতারকূলের ছুনজি লিভ লিমিটেড নামের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা।
চার মাসের বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (০৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিজিএমইএ ভবনের মূল ফটকের সামনে সমাবেশ শুরু করেন কারখানার কয়েক’শ শ্রমিক।
দুপুরে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম আন্দোলনরত শ্রমিকদের মধ্যে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল ডেকে নিয়ে কথা বলেন। তাদেরকে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (০৫ মার্চ) গার্মেন্টস মালিকের সঙ্গে বৈঠক করে তাদের পাওনা টাকা দেওয়া হবে।
এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা পৌনে ৩টায় শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেন।
১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নিটিং অপারেটর মো. আলী হোসেন।
মো. আলী হোসেন বলেন, চারমাস ধরে আমাদের বেতন বন্ধ করে রেখেছেন কারখানার মালিক। আমরা অনাহারে অর্ধাহারে দিন পার করছি। এক পর্যায়ে আমরা নিরুপায় হয়ে আজ বিজিএমইএ ভবনের সামনে সমাবেশ করতে বাধ্য হই।
বৃহস্পতিবারের মধ্যে আমরা আমাদের পাওয়া টাকা না পেলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনরত শ্রমিকরা।
ঘটনাস্থলে কর্তব্যরত রমনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাপস বলেন, কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫