ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিপার্স কাউন্সিলের এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
শিপার্স কাউন্সিলের এজিএম অনুষ্ঠিত

ঢাকা: শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার(২৮ ফেব্রুয়ারি’২০১৫) রাজধানীর ঢাকা ক্লাবের হামিদুর রহমান সিনহা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।



কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক এই সভায় বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের ব্যবসা-বাণিজ্য, পরিবহন, মালামাল জাহাজীকরণ এবং বন্দর ব্যবস্থাপনার পর্যালোচনা করা হয়। রপ্তানিকারকদের সেবা প্রদান, অন্য শিপার্স কাউন্সিলের সঙ্গে সর্ম্পক, বিশেষ করে এশিয়ান শিপার্স কাউন্সিলের সদস্য হিসেবে এই কাউন্সিলের অবদানও এ সময় তুলে ধরা হয়।

সভার আলোচ্যসূচি অনুযায়ী এ সভায় গত এজিএম-এর কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বিগত এক বৎসরের কার্যাবলীর প্রতিবেদন, অডিটকৃত ব্যালেন্সশিট ও হিসাব বিবরণী অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।