ঢাকা: পরিচালকদের নামে বেনামে ঋণ নেওয়াসহ বিভিন্ন অনিয়ম বন্ধ করতে ও পদ থেকে অপসারণ রোধে নীতিমালা চান আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি)।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের ত্রৈমাসিক সভা শেষে সাংবাদিকদের একথা জানান প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদ খান।
তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকদের বিরুদ্ধে নামে বেনামে ঋণ নেওয়াসহ যেসব অনিয়মের অভিযোগ রয়েছে ব্যবস্থাপনা পরিচালকরা তা প্রতিরোধ করতে সক্ষম নন।
এসব অনিয়ম প্রতিরোধ করতে গেলে পরিচালনা পর্ষদ এমডিকে অপসারণ করছে। নীতিমালা করে অপসারণ রোধ করা গেলে শুধু পরিচালকদের নয়, সব ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব।
এমডিদের নীতিমালার দাবি কতটুকু গ্রহণযোগ্য জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন বলেন, পরিচালকরা নানা রকম অনিয়ম দুনীর্তি করবে। আর এতে বাধা দিলে পর্ষদ সভায় এমডির অপসারণ দাবি করবে। এটা হতে পারে না। বিধি মোতাবেক প্রতিষ্ঠান চালাতে এমডিদের জন্য একটি নীতিমালা করার প্রয়োজন রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের এবারের সভায় পরিচালক সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম, বিধি বহির্ভূতভাবে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেন, অনেক আর্থিক প্রতিষ্ঠান তথ্য গোপন করে নানা অনিয়ম করে যাচ্ছে।
অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এমডিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিরো টলারেন্স দেখানো হবে।
অনেক আর্থিক প্রতিষ্ঠান গঠনের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে ব্যাংকের মতো বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। দু’একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ছাড়া কেউ দীর্ঘমেয়াদি বিনিয়োগ করছে না।
মঙ্গলবারের সভায় গর্ভনরের এ ধরনের হুঁশিয়ারি ও নির্দেশ যথাযথভাবে পালন করতে গেলে অনেক এমডিকেই অপসারণ করবে পরিচালনা পর্ষদ। স্বাধীনভাবে কাজ করতে এমডিরা যাতে অপসারণ না হন, এজন্যই অপসারণ রোধে নীতিমালা করা প্রয়োজন বলে মত দিয়েছেন একাধিক আর্থিক প্রতিষ্ঠানের এমডি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী বলেন, আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের সুরক্ষা নীতিমালা করা কতটা যৌক্তিক তা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫