ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবরোধে প্রভাবে বিলোনিয়া স্থলবন্দরে ক্ষতি ১০ কোটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
অবরোধে প্রভাবে বিলোনিয়া স্থলবন্দরে ক্ষতি ১০ কোটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ২০দলের ডাকা অনির্দিষ্টকালের চলমান অবরোধ-হরতালে ফেনীর পরশুরাম বিলোনিয়া স্থলবন্দরে রফতানি কার্যক্রমে ভাটা পড়ছে। জানুয়ারি-ফেব্রুয়ারি এ দু’মাসে হরতাল-অবরোধের প্রভাবে বন্দরের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বন্দর সূত্রে জানা গেছে।


 
বিলোনিয়া স্থল বন্দরের ল্যান্ড কাস্টমস অফিসার নুরুল আনোয়ার খান বাংলানিউজকে জানান, হরতাল-অবরোধে পরিবহন সংকট থাকায় চাহিদামত পণ্য রফতানি হচ্ছে না। এতে করে সরকারে প্রতি মাসে কয়েক কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
 
বন্দরের রফতানিকারক সাইফুল হক জানান, অতিরিক্ত ভাড়ায় দু’একটি মালবাহী গাড়ি এলেও সেসব পুলিশ পাহারায় আনা-নেওয়া করতে হয়। এতে করে সীমাহীন দুর্ভোগ ও ক্ষতির শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের।  
 
হরতাল ও অবরোধে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, আশুগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী পরিবহন বিলোনিয়ায় আসছে না। অতিরিক্ত ভাড়া পরিশোধের শর্তে দু’একটি ট্রাক এলেও অবরোধকারীদের হামলার শিকার হচ্ছে সেসব।
 
বিলোনিয়া বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় পাথর, সিমেন্ট ও ঢেউটিন রফতানি করা হয়ে থাকে। কিন্তু পরিবহন স্বল্পতা ও অতিরিক্ত ভাড়ার ফলে রফতানিকারকদের ভোগান্তি দিন দিন বাড়ছে। এতে করে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে বন্দরটি।  
 
স্বাভাবিক অবস্থায় বন্দরে প্রতি মাসে প্রায় চার কোটি টাকার রাজস্ব অর্জিত হয়। আগে প্রতিদিন ২০/২৫টি ট্রাকে পণ্য উঠানামা করা হলেও বর্তমানে ৩/৪টি ট্রাকের বেশি মালামাল আসেনা।  
 
এখানে নিয়োজিত প্রায় ৫০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। অর্থ সংকটে তারা পরিবার-পরিজন নিয়ে হতাশায় ভুগছেন। বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে এ বন্দর দিয়ে ভারতে চাহিদামত পণ্য সামগ্রী রফতানি করা হয়।  
 
ফেনী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফেনীর স্টার লাইন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, বিলোনিয়া স্থল বন্দরটি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যকে প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অব্যাহত হরতাল অবরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। সেই সঙ্গে লোকসান গুণতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে।  
 
ফেনীর সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি আমদানি-রফতানিকে সচল করতে এ বন্দরে আসা যানবাহন গুলোকে যেন অবরোধের আওতামুক্ত রাখা হয়।  
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।